অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
এসময় এই নেতা জানান, আলোচিত এস আলমের গাড়িতে উঠে সংবর্ধনা নেয়ায় সময় যে গাড়িটি তিনি ব্যবহার করেছেন এ বিষয়ে জানান, গাড়িটি কার এবং কোথাকার তা তিনি জানতেন না। এ বিষয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা জানতেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সেই মুহূর্তে আবেগাপ্লুত ছিলাম, কার গাড়িতে উঠছি এ বিষয়ে জানা ছিল না। সংবাদ প্রকাশের পরে জানতে পারলাম গাড়িটি আমার এলাকার ছোটভাইয়ের। তিনি এস আলমে চাকরি করেন। তিনি ওদের জমিজমা দেখাশোনা করতেন। অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই বিএনপি নেতা।
সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনা অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি– এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইছি।
ভিডিও সৌজন্যে: চ্যানেল২৪
সর্বশেষ খবর