সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক তিন সাংসদ ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯৯ জন কে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ( ২) সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ মহিবুর রহমান মানিক,সাবেক সাংসদ রনজিৎ সরকার,সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ,ওসি খালেদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত,সাবেক পৌর মেয়র নাদের বখত,যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল,জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে,সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন,সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদসহ ৯৯ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও উল্লিখিত আসামী সাবেক সাংসদদের হুকুমে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের হুকুমে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ এ হামলার ঘটনা ঘটায়। এই ঘটনার বিচারের দাবিতে সোমবার দুপুরে আহত জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রাখেন।
মামলার বাদী পক্ষে আইনজীবী অ্যাড আব্দুল হক জানান,গত ৪ আগস্টে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী, আইনজীবীসহ সাধারণ জনতার উপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
বর্বরোচিত এ হামলা আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচারের দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে আদালত ন্যায় বিচার করবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর