বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলমান গণত্রাণ কর্মসূচির ১২তম দিন হতে চলছে, এখন পর্যন্ত ৯ কোটি ৯ লাখ টাকা ১ হাজার ২৯৪ টাকা অর্থ সংগ্রহ করা হয়েছে। এছাড়া আজই শেষ হতে যাচ্ছে চলমান এই গণত্রাণ কর্মসূচি। যদিও শনিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছিল শুকনা খাবার ও কাপড় সংগ্রহ।
সোমবার (২ সেপ্টেম্বর) অন্যান্য দিনের মতো সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর বুথে অর্থ সংগ্রহ চলে। যদিও বিগত দিনগুলোর তুলনায় অর্থ সংগ্রহ অনেকাংশে কমেছে। জানা গেছে, গত রোববার টিএসসি থেকে নগদ অর্থ সংগ্রহ সব মিলিয়ে ২৩ লক্ষ ৫৬ হাজার ৬৮ টাকা।
টিএসসির বুথে বসা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ও লিডারশিপ বিভাগের শিক্ষার্থী রকিব মাসুদ বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে ২২ আগস্ট থেকে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলে আসছে। আজ সোমবার ১২তম দিন চলছে। তবে আজকেই শেষ হবে এই কার্যক্রম। গত ১১ দিনে আমাদের অর্থ সংগ্রহ হয়েছে ৯ কোটি ৯ লাখ ১ হাজার ২৯৪ টাকা। আজকের হিসাব রাতে দিতে পারব।
এদিকে রিফাত আহমেদ নামে আরেকজন বলেন, এখন আমরা শুধুই নগদ অর্থ নিচ্ছি। ত্রাণ সংগ্রহের কাজ গত শনিবার থেকেই বন্ধ রয়েছে। এখন হয়ত বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য হয়ত উদ্যোগ নেওয়া হবে। সেখানে সরকারি অর্থও হয়ত বরাদ্দ থাকতে পারে। সঙ্গে থাকবে আমাদের উদ্বৃত্ত টাকাও। পরবর্তী কার্যক্রম কী হবে, সেটি নিয়ে মিটিং চলছে, এর পরে তা জানা যাবে।
নগদ অর্থ সংগ্রহের বুথ সূত্রে জানা যায়, টিএসসিতে অর্থ সংগ্রহ আজ রোববার থেকে বন্ধ হয়ে গেলেও, ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেউ চাইলে বন্যার্তদের পাশে দাঁড়াতে অর্থ ডোনেট করতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর