সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের অনৈতিক সম্পর্ক স্থাপন নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা তাদের পদত্যাগ দাবিতে লিখিত অভিযোগ করেছেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এ অভিযোগের বিষয়ে তদন্তকাজ শুরু করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন অফিসার ডাঃ মো. আমিনুল ইসলাম সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইমলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনে বিরুদ্ধে ও অন্য শিক্ষকদের বিরুদ্ধে প্রধান শিক্ষকের করা অভিযোগের তদন্ত করেছেন।
সম্প্রতি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক স্থাপন নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ছাত্ররা পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেন। সেই সাথে তাদের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষক ও ছাত্ররা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত আছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের ক্লাসের সময়ে তিনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, যতটুকু সময় বিদ্যালয়ে থাকেন তিনি তত টুক সময় সহকারী শিক্ষিকা রহিমা খাতুনকে নিয়ে নিজ কক্ষে সময় কাটান। বিদ্যায়ের অর্থ আত্মসাৎ, পুকুর লিজের অর্থ আত্মসাতসহ নানান অভিযোগ করেন।
তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কর্মকর্তা রায়গঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা বাদী-বিবাদীদের লিখিত ও মৌখিক বক্তব্য নিয়েছি। এর পাশাপাশি প্রয়োজনীয় কিছু কাগজ সংগ্রহ করেছি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর