
কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ 'ক্রাফট ইন্সট্রাক্টর'দের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বেআইনিভাবে নিয়োগবিধি পরিবর্তন করে রাতের আঁধারে 'ক্রাফট ইন্সট্রাক্টর' পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। (২ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১ টায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে ১১ দফা দাবি তুলে স্মারকলিপি প্রদান করেন অধ্যক্ষের কাছে। দাবিগুলো পূরণের আশায় দিয়েছেন অধ্যক্ষ প্রকৌ. মো: আবদুল কুদ্দুস সরদার।
দাবী সমূহ হলো:-
১, ২০২১ সালে অবৈধভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রত্যাহার করতে হবে এবং নিয়োগবিধি সংশোধন করে পূর্বের অবস্থায় আনতে হবে।
২, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের উপর থেকে অবৈধ মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষক সংকট নিরসনে দ্রুত জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ সম্পন্ন করতে হবে।
৩, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন, দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৪, ডুয়েট এর আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৫, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরির ক্ষেত্র বৃদ্ধি করতে হবে। ৬, ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রীধারীরাই যেন উপ-সহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে আবেদন করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর