রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশাকে নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলে, এবার উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে ফের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সচিবালয়ে অভিমুখে পদযাত্রা করেন। কথা রয়েছে সচিবালয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বরাবর একটি স্মারকলিপি দেবেন তারা যেন অবিলম্বে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দলীয় শিক্ষক আমরা আর চাই না। ভিসিকে নিয়োগ দেয়াড় সময়ও আমরা দেখেছি, একটি মহল ব্যাপক মহড়া দিয়েছে। এই মহড়া আর দিতে দেওয়া চলবে না। নয় দিন পার হতে চলল আজও তার প্রজ্ঞাপন হলো না কেন? অক্সফোর্ড থেকে যিনি পিএইচডি করেছেন, ৫৩টি জার্নালে যার গবেষণাপত্র আছে; অবিলম্বে তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে চাই।
এ সময় শিক্ষার্থীরা ‘লবিং না মেধা? মেধা মেধা’, ‘প্রোভিসির প্রজ্ঞাপন দিতে হবে, দিয়ে দাও’-সহ নানা ধরনের স্লোগান দেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নিয়োগে মানববন্ধন কর্মসূচি এবং উপচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এর কিছুক্ষণ পরপর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশাকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দিয়ে আপন জারি করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে উপচার্য, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলকে উপ-উপাচার্য নিয়োগগ সম্মতি দেন রাষ্ট্রপতি। উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হলেও, আটকা রয়েছে উপ-উপাচার্য (শিক্ষা) পদের নিয়ো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর