সাংবাদিকতার নামে স্থানীয় ক্ষমতার অপব্যবহার করে এলাকায় চাঁদাবাজিসহ কিন্ডারগার্টেন স্কুলের ভবন দখল করে প্রেস ক্লাব নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড় এলাকায় অনুষ্ঠিত মানবন্ধনে ক্ষতিগ্রস্ত ভাষানী কিন্ডারগার্টেন ও মেরিট অ্যাকাডেমির শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সাধারণ জনগণ ও বৈষম্য বিরোধী আন্দোলন আলাদা ব্যানার নিয়ে একাত্মতা ঘোষণা করেন।
উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএসসি, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, প্রচার সম্পাদক কাওসার আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য শিমুল গাজি, তালুকদার মধু, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতা মুসা সাঈফী, বৈষম্যবিরোধী আন্দোলনের শরণখোলা শাখার সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংবাদিক শাহিন হাওলাদার ও শামীম হাসান সুজন।
বক্তারা বলেন, সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন ও সম্পাদক মহিদুল ইসলাম বনবিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে যোগসাজশে জেলেদের মাধ্যমে বিভিন্ন চর অবৈধ ভাবে দখল নিয়ে নিষিদ্ধ জাল ও অভয়শ্রমের বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সাথে জড়িত। এলাকায় চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, সরকারি জমি দখল সহ বিভিন্ন অপকর্মের এরা জড়িত। সুযোগ বুঝে ক্ষমতাশীল নেতার তোষামোদি করে তাদের সাথে সেলফি তুলে তা প্রচার করে এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টির জন্য দায়ী। এসময় দুর্নীতিবাজ লিটন ও মহিদুলের অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে বিচার ও শাস্তি দাবি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আশির দশকে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ড বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম তালুকদার উপজেলার রায়েন্দা বাজারে শহীদ মিনার সংলগ্ন এলাকায় ভাষানী কিন্ডারগার্টেন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে তার মৃত্যুর পরে প্রতিষ্ঠানটি দখলে মরিয়া হয়ে ওঠে এ চক্র। পরে প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শুকুর সভাপতি-সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর কতিপয় দুর্নীতিবাজ সাংবাদিকদের সাথে নিয়ে প্রশাসনকে ম্যানেজ করে ভাষানী কিন্ডারগার্টেন স্কুলের ভবন দখল করে প্রেস ক্লাব নির্মাণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর