
পাবনার চাটমোহরে যুবলীগের নিয়ন্ত্রণাধীন মাদকের আখড়া খ্যাত লালন একাডেমিতে হামলা চালিয়ে তাদের অফিস ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি’র নেতা কর্মীরা। বুধবার দুপুরে উপজেলার রেলবাজার লালন চর্চা কেন্দ্র নামে পরিচিত আখড়ায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে নেতা কর্মীরা মূলগ্রাম ইউনিয়ন পরিষদে গিয়ে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিক্ষোভ করে পরিষদের তালা দিয়ে আসে।
এ বিষয়ে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস জানান, অবৈধ সরকারের অবৈধ ভোটের নির্বাচনে বকুল চেয়ারম্যান হয়েছে। তাকে জনগণ ভোট দেয়নি। যেহেতু সে পরিষদে নিয়মিত আসেন না, তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।
আর লালন একাডেমি নামে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখানে মাদকের আখড়ায় পরিণত করেছে। এখানে গাজা, হিরোইন, ইয়াবার রমরমা ব্যবসা করতো তারা। এখান থেকে বিভিন্ন সময় দেশীয় অস্ত্র, চাকু, রামদা নিয়ে বের হয়ে বিএনপি ও সাধারণ জনগণের উপর হামলা চালিয়েছে। এখানে বেশ কয়েকজন যুবলীগের একাধিক মামলার আসামি রয়েছে। তারা এখনও এখানে আসা যাওয়া করে এবং নতুন করে চক্রান্ত করছে। তাই আমরা আজ বিএনপি নেতা কর্মীরা ও সাধারণ জনগণকে নিয়ে এই মাদকের আখড়ায় তালা দিয়ে দিলাম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর