
প্রত্যেককে দেশ প্রেম ও নৈতিকতার সহিত স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে। পুলিশি সেবায় যেনো কেউ হয়রানির শিকার না হয় তা খেয়াল রাখতে হবে। অসহায় নির্যাতিতদের থানা পুলিশের ব্যাপারে আশ্বস্ত ও থানায় আসতে আহ্বান জানাতে হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) যোহর নামাজ শেষে থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কর্মরত গ্রাম পুলিশদের নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনায় এসব কথা বলেন।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমাদেরকে কথা, বার্তা ও চলনে-বলনে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। গ্রাম পুলিশ ও বিট পুলিশের সমন্বয়ে অপারধীদের সনাক্ত করে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে হবে। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান গত ৩ সেপ্টেম্বর ফুলবাড়িয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামানকে ফুলপুর থানায় বদলি করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর