
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক টাকায় বাজার এর আয়োজন করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এই এক টাকার বাজার থেকে বন্যা দুর্গত একজন ক্রেতা এক টাকায় চাল, মুরগী, মাছ, পেঁয়াজ, ডাল, তেল, জামাকাপড়সহ ১৯টি ভোগ্যপণ্যের মধ্যে ৭টি পণ্য প্রয়োজন অনুসারে ক্রয় করতে পারবেন।
এক টাকার বাজারে বাজার করতে আসেন বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা মনোয়ারা বেগম। তিনি বলেন, 'এক টাকায় আমি অনেকগুলো বাজার করেছি। আমি চাল, ডাল, ডিম, তেল, নাতির জন্য জামা সহ অনেককিছু ক্রয় করেছি। এক টাকায় আমি এতোগুলা বাজার পেয়ে অনেক খুশি।
প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, 'বন্যা দুর্গত স্বল্প আয়ের মানুষ যারা বাজার থেকে উচ্চমূল্যে জিনিসপত্র কিনতে পারেন না তাদের সহায়তা করার জন্য এই ধরনের বাজারের উদ্যোগ নেয়া হয়েছে। বাজার থেকে একজন ক্রেতা মাত্র এক টাকায় এক হাজার টাকা মূল্যের ভোগ্যপণ্য কিনতে পারবেন। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রিজিয়ন কমান্ডার।
এক টাকার বাজার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, রিজিয়নের জিটু আই মেজর জাবির সোবাহান মিয়াদ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সদস্য মোহাম্মদ জামাল।
এক টাকার বাজারে এছাড়া ১০টি বন্যা দুর্গত পরিবারকে পুনর্বাসনের জন্য নির্মাণ সামগ্রী ও গবাদিপশু দেয়া হয়েছে। খাগড়াছড়ি সদর রিজিয়ন এ পর্যন্ত ৬০০০ পরিবারকে ত্রান সামগ্রী ও নানা সহায়তা প্রদান করেছে।
এক দিনের এ বাজার থেকে স্বল্প আয়ের ৫শ মানুষ তাদের ভোগ্যপণ্য ক্রয় করেছেন। এমন উদ্যোগে খুশি তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর