রংপুরে হিমাগার মালিকদের বৈষম্যমূলক একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর- কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পরেন আলু চাষি ও ব্যবসায়ীরা। নিজেদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন কৃষকরা।
বিক্ষোভে চাষিরা দাবি করেন, চলতি বছর সিন্ডিকেট করে রংপুরের হিমাগারগুলোতে আলু রাখার ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। গত বছরের চেয়ে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। যা আলু ব্যবসায়ী ও চাষিদের জন্য অমানবিক। যার বড় প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। এসময় হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে বাজার পর্যায়ে আলুর দাম স্বাভাবিক রাখতে বস্তা প্রতি ২৮০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানান তারা।
কৃষকদের অবরোধের কারণে এসময় সড়কে দুদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কৃষকদের আন্দোলনের মুখে অপু মুনশি হিমাগার কর্তৃপক্ষ ৩৫০ টাকা থেকে ৩০০ টাকায় নামিয়ে আনতে বাধ্য হয়।
এসময় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, বাকি হিমাগার গুলোকেও আলুর ভাড়া কমাতে আহ্বান জানানো হবে। তবে দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর