বানভাসিদের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গণত্রাণ কর্মসূচি সবমিলিয়ে ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা অর্থ সংগ্রহ করা হয়েছে। এই অর্থের ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাবির টিএসসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক রিজওয়ান রিফাত বলেন, নগদ অর্থ-মোবাইল ব্যাংকিং ও ব্যাংকে সবমিলিয়ে আজ পর্যন্ত ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা ব্যয় করা হয়েছে। শিগগিরই আমরা এ নিয়ে একটি বিস্তর রিপোর্ট প্রকাশ করব।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান ১২ দিন ধরে চলমান গণত্রাণ কর্মসূচির সার্বিক দিক নিয়ে অর্থ সংগ্রহ এবং ব্যয় নিয়ে রিপোর্ট আজ সোমবার প্রকাশ করা হতে পারে। এর আগে বুধবার (২১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক আবু বাকের মজুমদার। এরপরই বৃহস্পতিবার থেকে শুরু হয় ঢাবির টিএসসিতে গণত্রাণ সংগ্রহ।
যদিও শনিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছিল শুকনা খাবার ও কাপড় সংগ্রহ। সোমবার থেকে টিএসসির বুথে বন্ধ হয়ে যায় নগদ অর্থ সংগ্রহ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর