শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে যান নাটোরের বাগাতিপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এতে ব্যাহত হতে থাকে পরিষদের নানা কর্যক্রম। তবে বর্তমানে তার ছুটির প্রেক্ষিতে দায়িত্ব দেয়া হয়েছে নারী সংরক্ষিত আসনের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুনকে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ওই ইউনিয়নের সচিবের সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান গত ২৫ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিকিৎসার জন্য ছুটির দরখাস্ত দেন।
এছাড়া চেয়ারম্যান হিসেবে সাময়িক দায়িত্ব পালনের জন্য ওই পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে রেজুলেশনের মাধ্যমে ১,২ ও ৯ নং ওয়ার্ড সদস্য ফাইমা খাতুনকে দায়িত্ব প্রদান করেন।
এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপে এবং আমার শারীরিক অসুস্থতা বোধ কারায় আমি ঢাকায় উন্নত চিকিৎসার লক্ষ্যে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি গ্রহণ করেছি এবং ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুনকে দায়িত্ব প্রদান করেছি। এ বিষয়ে ফাইমা খাতুন বলেন, চেয়ারম্যান ছুটি গ্রহণ করায় আমি দায়িত্ব গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ছুটির আবেদন এবং দায়িত্ব প্রদানের রেজুলেশন সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে তা অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর