
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আহত ছাত্র জনতার সুস্থতা কামনা করে পদযাত্রা ও শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত শহীদি মার্চ কর্মসূচি পালন উপলক্ষ্যে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে পদযাত্রা ও শহীদি মার্চ? কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেয়। শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে পদযাত্রা শেষ হয়।
এখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে মইনুল হাসান রিসালাত, ছামিতুন ইসলাম, মাহফুজ আহমেদ, আল সুদাইশ, নাশরিফা তুন নাঈম প্রমুখ। বক্তারা বলেন, দেশ পুনঃর্গঠন না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে আছে এবং থাকবে। এ সময় দেশ গঠনের কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর