
খাগড়াছড়িতে বিভিন্ন মিডিয়ায় নিয়োজিত পেশাজীবী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি পৌর প্রশাসন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর সম্মেলন কক্ষে নবনিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেছেন।
পৌর প্রশাসক সাংবাদিকদের মতামত শেষে বক্তব্যে বলেন, পৌরসভায় যে সব পৌর কর অনিয়মতান্ত্রিকভাবে বাড়ানো হয়েছে তা তদন্ত করে কমানো হবে। একই অবৈধভাবে তিনি পৌরসভার অনুমতি ব্যতিরেকে যেসব দেওয়াল ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে তা অচিরেই প্রকৌশল বিভাগকে সাথে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।' তিনি বলেন, 'পৌর শহরে যেসব ময়লা-আবর্জনা, ফুটপাত, টমটম, যানবাহন সমস্যা রয়েছে তা ক্রমান্বয়ে নিরসন করা হবে। এ সময় তিনি সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, এইচ.এম.প্রফুল্ল, শাহরিয়ার ইউনুস, সমির মল্লিক, মোবারক হোসেন, মো. আবদুর রউফ সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর