নেত্রকোনার পূর্বধলায় বাথরুমে গোপনে নারীর গোসল করার দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে দুই টিকটকারকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক ও জব্দ মোবাইল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার উজ্জ্বল খান ও তার সহযোগী দীন ইসলাম।
নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এক নারীর বাথরুমে গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করেন উজ্জ্বল খান। ওই নারী বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী দীন ইসলামকেও আটক করে সেনাবাহিনী।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর