ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘শহিদি মার্চ’ শুরু হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সাধারণ জনতা অংশ নেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ ঠেলে ওই শহিদী মার্চ শুরু হয়।
রাজু ভাস্কর্যের থেকে শুরু হওয়া ওই মার্চ শুরু নীলক্ষেত, সায়েন্সল্যাব, কলাবাগান হয়ে মার্চটি মানিক মিয়া অ্যাভিনিউ যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্য-জাতীয় শহিদ মিনারে এসে শেষ হবে।
উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতদের স্মরণে ‘শহিদি মার্চ’ পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর