
জামালপুরের দেওয়ানগঞ্জে ওয়ান শুটার পাইপ গান নামে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চরপোল্যাকান্দি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে বকুল (বাজেল), আব্দুর রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও মৃত এন্দা মিয়ার ছেলে শাহ আলমকে আসামী করে অস্ত্র আইনে মামলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে শাহআলমের সাথে ওই গ্রামের কালা মিয়ার সাথে বাগবিতন্ডা হয়। এ নিয়ে শাহআলম সন্ধ্যায় বকুল হোসেনসহ তার দলবল নিয়ে কালার কাছে যায় মীমাংসার জন্য। সে সময় আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বকুল হোসেনের সাথেও স্থানীয়দের বাগবিতন্ডা ও মারধরের ঘটনা ঘটে। বকুল হোসেন উত্তেজিত হয়ে তার বাড়ি থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গান নামে আগ্নেয়াস্ত্র নিয়ে যায় কালার বাড়ি ভাঙচুর করতে।
এ সময় স্থানীয়রা বাঁধা দিলে বকুল ওয়ান শুটার পাইপ গান বের করে। সে সময় স্থানীয় ওয়ান শুটার পাইপ গানটি বকুলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুলিশে খবর দেয়। খরব পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বকুল মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের ধরার প্রক্রিয়া চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর