
৫ আগস্টের পরে বিভিন্ন জটিলতায় রাজবাড়ী জেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ইউনিয়ন পরিষদে যেতে না পারায় ১ মাস পর ওই ৪ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। ৫ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়ছার খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে বলা হয়েছে- রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর, পাংশা উপজেলার পাট্টা, কালুখালী উপজেলার মদাপুর ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯-০৮-২০২৪ তারিখের ৪৬.০০.০০০.০০০.০১৭.৯৯.০৪৪৪.২২-৬৮৪ নং স্মারকে জারিকৃত পরিবর্তনের মর্মানুযায়ী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ এবং ১০২ ধারার অর্পিত ক্ষমতা বলে এবং উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের আলোকে প্যানেল চেয়ারম্যনগনকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হইল।
আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন যারা রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ প্লাবন আলী, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামানিক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম বলেন-আমরা সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে আমাদের ইউনিয়ন পরিষদ পরিচালনার চেষ্টা করব। সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সাধারণ জনগণের সকল অর্পিত দায়িত্ব পালন করতে পারি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর