ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নির্মাণাধীন ভবনের পাশ থেকে যাওয়ার পথে, ভবনেরর পাশ থেকে যাওয়ার সময় ইট পড়ে আহত হয়ে আহত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ মাহির। বিশ্ববিদ্যালয়টির কাজী নজরুল ইসলাম আবাসিক শিক্ষার্থী তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক। তিনি জানান, একটি বেসরকারি টেলিভিশনে মাহিরের যে মৃত্যু খবর ছড়িয়েছে, তা গুজব।
ইন্সপেক্টর মো. ফারুক বলেন, বর্তমানে তিনি ঢামেকের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ৭২ ঘণ্টা পর ডাক্তার পর ডাক্তার এ বিষয়ে জানাবেন যে কোন অবস্থায় রয়েছে সে।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায় ঘটনাটি ঘটে। আহত মাহিরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রিয়াদ মিয়া।
গণমাধ্যমকে তিনি বলেন, নীলক্ষেত থেকে পলাশীর দিকে যাচ্ছিলেন। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে কয়েকটি ইটের টুকরো রাস্তায় ও রিকশা যাত্রীর মাথায় পড়ে। এতে রিকশার যাত্রী বুয়েটের ওই ছাত্রের মাথায় একটি ইটের টুকরো পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বুয়েটের গেটে নিয়ে যান। পরে তার সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর