শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সাথে যুক্ত এমন সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বিভিন্ন সময়ে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাংচুরের সাথে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও এসব বিশৃঙ্খলার সাথে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর