
শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে লামিয়া (১০) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া ধনাকুশা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় এক মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার ধনাকুশা এলাকায় আপেল মিয়ার বাড়ির পাশের পুকুরে শিশু লামিয়া গোসল করতে যায়। পরে পুকুরের পানিতে ডুব দিলে সে পানির নিচে তলিয়ে যায়। তখন প্রতিবেশীরা পানি থেকে লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর