পাঁচ কর্ম দিবসের মধ্যে উপাচার্য নিয়োগ সহ দ্রুত সময়ের মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
এ সময় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফারিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন অচলাবস্থা চলছে। এ অবস্থা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম চালু করতে হবে। একই সাথে আবু সাঈদ হত্যার বিচারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেরোবি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আগামী ০৫ কর্ম দিবসের মধ্যে যোগ্য, মেরুদন্ড সম্পন্ন এবং বিশ্ব মানের পাঠ পরিকল্পনার সাথে যুক্ত এমন একজন ব্যক্তিকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।
প্রসঙ্গত গত ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন। বর্তমানে অভিভাবকহীন হয়ে পরেছে বিশ্ববিদ্যালয়টি। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর