নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জহুরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলা গেট সংলগ্নে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব:) মো.মঞ্জুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা শ.ম লুৎফার রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সান্টু, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন এ বক্তারা বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা। তার দায়িত্ব কালীন সময়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।
বক্তারা আরও বলেন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি ধৈর্যের সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা দেশের মধ্যে নজিরবিহীন। এজন্য লোহাগড়ার মানুষের প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করে স্ব-স্থানে রাখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর