খাগড়াছড়ির মানিকছড়িতে বিষপানে মেহেরুন নেছা (১৩) নামের এক ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গরমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেরুন গরমছড়ি এলাকার মো. বেলাল হোসেনের একমাত্র কন্যা এবং ৫ম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার স্কুল বন্ধ থাকায় পার্শ্ববর্তী একটি মাঝে যান মেহেরুন। সেখান থেকে বাড়িতে না এসে দাদুর বাড়িতে যান। তার মা অসুস্থতা থাকায় বাড়ির কাজকর্ম করতে না পারায় তাতে বকাঝকা করলে অভিমানে গোপনে গিয়ে বাড়িতে থাকা বিষ পান করে। পরে সে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যের জানালে সন্ধ্যার পর তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর