সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে রাখা ১ হাজার ৮ শ ৫০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে সাইফুল (৪৫) ও একই জেলার মিঠাপুকুর থানার সন্তোষপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৭)।
শনিবার সকালে র্যাব-১২ কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে রাখা ১ হাজার ৮শ ৫০ পিচ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর