চট্টগ্রামের লোহাগাড়ায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলে অতিষ্ঠ হয়ে ওঠেছে গ্রাহকরা। অন্যসব মাসের তুলনায় গেল আগস্ট মাসে প্রায় প্রত্যেক গ্রাহকেরই বাড়তি বিলের বোঝা ঘাড়ে ওঠেছে। তাই এটিকে গ্রাহকরা মনগড়া বিল তৈরির অভিযোগ তুলেছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্রই এ নিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
বাড়তি বিলের অভিযোগ নিয়ে প্রতিনিয়ত গ্রাহকরা বিদ্যুৎ অফিসে এসে ভিড় জমাচ্ছেন। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে পুরনো কথা; যে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছে সে অনুযায়ী বিল তৈরি করা হচ্ছে। তবে গ্রাহকরা বলছেন এরমধ্যে অভ্যান্তরীণ কারসাজি রয়েছে। নয়তো বিলের এতো হেরফের হওয়ার কথা নয়। শুধু তাই নয় পুরোমাস বিদ্যুৎ ব্যবহার না করেও অস্বাভাবিক বিল তৈরির অভিযোগও রয়েছে।
বাড়তি বিলের অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে আসেন গ্রাহক কবির আহমদ। তিনি জানান, অন্যান্য মাসে তার বিল আসতো ৩'শ থেকে সর্বোচ্চ ৫'শ টাকা। হঠাৎ চলতি বছরের আগস্ট মাসে বিলম্ব মাশুলসহ বিল আসে ৩ হাজার ৬২৫ টাকা, যা কল্পানাতীত। এ নিয়ে মৌখিক অভিযোগ জানালেও বিলটি পরিশোধ করতে হয়েছে।
একই অভিযোগ নিয়ে আসেন সংবাদকর্মী আলাউদ্দিন। তিনি জানান, গত তিনমাসে তার বিল আসে ৫ হাজার ১৪৯ টাকা, এরমধ্যে আগস্ট মাসের বিল ১৯'শ টাকা। তিন সদস্যের পরিবারে এরআগে প্রতিমাসে বিল আসতো সর্বোচ্চ ৭'শ টাকা। বিল বেশি আসাতে কয়েকমাস তিনি বিল না দিয়ে সেটি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হলে বিদ্যুৎ অফিসে এসে অভিযোগ জানালেও পুরো বিল পরিশোধ করতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক জানান, বিদ্যুৎ অফিসে অভিযোগ নিয়ে গেলে তারা রিডিং মিলিয়ে সবকিছু স্বাভাবিক এবং সঠিক নিয়মে বিল তৈরি করা হয়েছে বলে প্রত্যেক গ্রাহকদের জানান। কিন্তু এরমধ্যে তাদের অভ্যান্তরীণ কারসাজি রয়েছে। নয়তো বিলের এতো হেরফের হওয়ার কথা নয়।
নেছার আহমেদ জানান, তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে বিদ্যুতের কোনো ব্যবহারই নেই। এরপরেও নিয়ম অনুযায়ী ১'শ টাকা মতো বিল আসে। কিন্তু হঠাৎ গতমাসে তার সাড়ে তিনশো টাকা বিল আসে।এদিকে শুধু তারা নন বিদ্যুতের এমন ভুতুড়ে বিলের অভিযোগ হাজার হাজার গ্রাহকের। এর থেকে নিস্তার চান তারা।
পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ শাহজাহান বলেন, কোনো গ্রাহক সুনির্দিষ্ট অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর