ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় পত্রিকা বা টেলিভিশন চ্যানেল গুলো ঠিকমতো বেতন দেয় না বা দিতে পারছে না। যে গণমাধ্যম তার প্রতিনিধিদের বেতন ভাতা দিতে পারেনা আমার মনে হয় তাদের থাকার দরকার নেই।
শনিবার (৭সেপ্টেম্বর) বেলা ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে আরও বলেন, মফস্বল সহ দেশের যেখানে সাংবাদিকরা কাজ করে তাদের প্রতিষ্ঠান যদি তাদেরকে মূল্যায়ন না করতে পারে তাহলে সে প্রতিষ্ঠান না থাকাই ভালো। জেলায় পর্যায়ে যে সাংবাদিকরা কাজ করে তাদের যদি বেতন ভাতা না দেয়া হয় তাহলে সে কাজ কিভাবে করবে এ বিষয়ে জোরালো ভাবে একটা জায়গায় আসা উচিত।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে আপনার পারিশ্রমিক না দেয় তাহলে আপনি চলবেন কিভাবে? আমরা দেশে একটি ভালো সাংবাদিকতার পরিবেশ চাই। সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকরা সমাজে হওয়া অন্যায় অত্যাচার অবিচারের সত্যতা সবার কাছে তুলে ধরে তাদেরই যদি পিছুটান থাকে তাহলে তারা তাদের নিজের কাজটি কিভাবে করবে? রাষ্ট্রের কাঠামো গঠনে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে ধরা হয়।
একটি দেশের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগ আইন, বিচার ও নির্বাহী বিভাগের পরেই সংবাদ মাধ্যমকে গুরুত্ব দেয়া হয়। আমি চাই সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সকলের জীবন ও জীবিকার নিশ্চয়তা থাকতে হবে। তাদের কাজের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকতে হবে। গত দেড় দশকে কি হয়েছে দেশে সেটা আপনারা আমরা সবাই জানি। এখন সরকার ও রাষ্ট্র জনগণের।
আমরা সত্যিকার অর্থে মনে করি যে, গত ৫৩ বছরে জনগণের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র বা সরকার সেটা আমরা পাইনি। স্বাধীনতার পর থেকে দেশে বিভিন্ন দল ক্ষমতায় ছিল। ১৯৯১ সালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের প্রবেশ করে। আপনারা ভালো করে জানেন যে বিগত দিনের সরকাররা সাংবাদিকদের খুব একটা ভালো ব্যবহার করেছে কতটা ভালোমতো কাজ করতে দিয়েছে বা তাদের কতটা কাজের বিষয়ে স্বাধীনতা দিয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়ার হৃদয়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটু সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল। এছাড়াও দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর