কয়েকটি অনলাইনে সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকারকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা বিএনপি। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা বাজারস্থ যুবদল কার্যালয়ে সলঙ্গা থানা বিএনপি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানার বিএনপির সভাপতি মতিয়ার রহমান বলেন, গত ৪ ও ৫ সেপ্টেম্বর দৈনিক যুগা ন্তর, জা গো নিউ জ টো য়েন্টি ফোর ডটকম ও কা লবে লা পত্রিকার অনলাইন ভার্সনে ‘সলঙ্গায় আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতার আতাতের বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদটি যে ছবি ব্যবহার করা হয়েছে তা প্রায় এক বছর আগের। আর সংবাদে যে তথ্য দেয়া হয়েছে তাও সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন করে উল্লেখ করে তিনি বলেন, মুলত গত ৬ আগষ্ট কারাগার থেকে বের হবার ৩/৪ দিন পর রামারচর হোটেল নিউ মদিনায় বেলা আড়াইটার দিকে খাবার খেতে গেলে অনাকাঙ্খিতভাবে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ বিএ ও শফি কামালের সাথে দেখা হয় এবং সৌজন্যমুলক কিছু কথা হয়।
এটিকেই পুজি করে একটি কুচক্রী ও স্বার্থন্বেষী মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করার হীন উদ্দেশ্যে এবং আমার রাজনৈতিক ও সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন করতে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করেছে। তিনি মিথ্যা সংবাদটিতে বিভ্রান্তি না হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের আহবান জানিয়ে সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি কেএম শহিদুল ইসলাম মজনু, সোলায়মান হোসেন, শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার, হাবিবুর রহমান সুজন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব রঞ্জু আহমেদ, সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুননর রশীদ হিরনসহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর