
গেল দুই মাসের বেশি সময় ধরে অ্যাকাডেমিক স্থবিরতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), দাফত কার্যক্রম চালু থাকলেও নেই ক্লাস-পরীক্ষা। এবার সেই স্থবিরতা হয়ত কাটতে যাচ্ছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ক্লাস। এরপর থেকে ধীরে ধীরে শুরু হবে পরীক্ষা হবে। যদিও ২২ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়নি। আগামী অ্যাকাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক সভায় এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে, বলে সভা সূত্রে জানা গেছে।
ওই সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, অনুষদের ডিন ও হল প্রধ্যক্ষরা এতে উপস্থিত ছিলেন। এর আগে গত পহেলা জুলাই থেকে ঢাবিতে শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম অন্তর্ভুক্তির বাতিলে আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় ঢাবির ক্লাস পরীক্ষা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর