সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা উত্তরপাড়া জামে মসজিদের বারান্দা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শর্টগাট ও দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সতাটার দিকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে স্থানীয় মুসুল্লীরা মসজিদে নামাজ পড়তে এসে অস্ত্র ও গুলি দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেইড ইন তুর্কির সুলুন ১২ বোর গান, মোসবার্গ মাভেরিক ১২ বোর পাম্প এ্যাকশন দুটি শর্ট গান, ২টি খালি ম্যাগাজিন এবং ১২ বোর কার্তুজ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর