কুড়িগ্রামের নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম আব্দুল জলিল (৭৫) পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের হুজুর আলী মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল জলিল এক সময় নামকরা পেশাদার চোর ছিলেন। আগে চুরি করলেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় চুরি ছেড়ে দিয়ে কবিরাজি করতেন। শনিবার রাতে ফকিরটারি এলাকায় কবিরাজি করতে গেলে ফঁাকা যায়গায় পেয়ে গাছের সাথে বেঁধে বেধরক মারধর শুরু করে কয়েকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে হত্যা করা হয়। পরে সংশ্লিষ্ট ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিতে বলে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তারা যাওয়ার আগে মারধর করা হয় জলিলকে। মারধরে সে মারা যায়। নাগেশ্বরী থানার ওসি রূপকুমার সরকার বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর