
বগুড়ায় এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে সোনাতলা উপজেলার দিঘদাইড় ইউনিয়নের সৈয়দ আহমেদ কলেজ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল হোসেন। তিনি ওই এলাকার সাফাত আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে এক গৃহবধূর সাথে দুলালের পরকীয়া সম্পর্ক ছিল। সেই পরকীয়া সম্পর্কের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারী শনাক্ত করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর