বরগুনায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রসিদ (কালা রসিদ)কে যুবদল নেতা ইফতেখার আলম শাওন মোল্লার হাতে লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পর থেকেই বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিওটি ছড়িয়ে পরলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। যুবদল নেতা শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে।
৩ মিনিট ৪২ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃদ্ধ মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবদুর রশিদকে চোর, ডাকাত উপাধি দিয়ে হেনস্তা করতে থাকেন। একপর্যায়ে কমান্ডার রশিদের চোখের চশমা খুলে পিচ ঢালাইয়ের রাস্তায় স্ব-জোরে আছার মারেন যুবদল নেতা শাওন মোল্লা। এসময় নিজের চশমা তুলতে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদের মাথায় ও ঘাড়ে থাপ্পড় মারেন শাওন মোল্লা। পরে চলে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালাগালি করে হুমকি-ধামকি দিতে থাকেন শাওন মোল্লা।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবদুর রসিদ বলেন, আমি মুরুব্বি মানুষ, আমাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।
যুবদল নেতা ইফতেখার আলম শাওন মোল্লা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম মনিকে নিয়ে কটূক্তি করায় তার সাথে এমনটি করা হয়েছে। ভিডিওর বিষয়টি কেহ ঘটনার প্রথম থেকে ভিডিও করেনি। এক শ্রেণীর লোক মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে।
বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়টি অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবেই কাম্য নয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর