গোপন বৈঠক করে আওয়ামী লীগ নেতাদের সাথে আতাত ও দখলদারিত্বের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদেরকে শোকজ করা হয়। শোকজপ্রাপ্ত নেতারা হলেন, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু।
শোকজ পত্রে মতিউর রহমান মতিকে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সাথে মামলায় নাম বাদ দেওয়া সংক্রান্ত গোপন বৈঠক ও আতাতের খবর বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হলো।
অপরদিকে হাবিবুর রহমান বাচ্চুকে করা শোকজ পত্রে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে অন্যায়ভাবে জমি দখলদারিত্বের অভিযোগ উঠেছে। এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হলো।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এসব তথ্য নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর