ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রশিদের বিরুদ্ধে অ্যাকাডেমিক চৌর্যবৃত্তি, দুর্নীতি ও অনিয়মসহ নানান অভিযোগ তুলে স্থায়ী অব্যাহতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাবি শিক্ষার্থীরা।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন। পরে সকাল ১১টায় উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুই দফা দাবি উল্লেখ করেন। সেগুলো হলো—
উপস্থাপিত দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের সব অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে এই অধ্যাপককে চাকরিচ্যুত করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে; শিক্ষক নিয়োগে ড. আব্দুর রশিদের দুর্নীতির প্রশ্রয়ে ও রাজনৈতিক ক্ষমতাবলে নিয়োগকৃত সব শিক্ষক ও কর্মকর্তার নিয়োগ বাতিল করে বৈষম্যের শিকার হওয়া যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে।
এছাড়া স্মারকলিপির সঙ্গে অধ্যাপক আব্দুর রশিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রকাশিত সংবাদ ও প্রমাণসমূহের তালিকা (রশিদনামা) স্মারকলিপির সঙ্গে সংযুক্ত করে তা হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর