
বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর অস্থিতিশীল পরিবেশের মধ্যে কাশেমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী রুবেল (৩২) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রবিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব-১০ মিডিয়া উইং সরকারি পুলিশ সুপার এ,জে সোহেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গ্রেফতার রুবেলসহ আর দশজন সহযোগী মিলে ২০১০ সালে রাজধানীর সূত্রাপুর থানাধীন আজাদ সিনেমা হলের গলিতে এক যুবককে হত্যা করে। এ ঘটনায় ২০১৪ সালে নিম্ন আদালত তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। এদের মধ্যে একজন কারাগারে বন্দী অবস্থায় মারা গেছে। রুবেলসহ অপর একজন কাশিমপুর কারাগারে বন্দী ছিল
উল্লেখ্য: গত ৬ আগস্ট দুপুরে কারাগারের ভেতরে কারারক্ষীদের মারধর ও সংযোগ করে বৈদ্যুতিক পিলার ভেঙে সিঁড়ি বানিয়ে বেশ কয়েকজন দুর্ধর্ষ বন্দী দেয়াল টপকে কারাগার থেকে পালিয়ে যায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর