ঠিকাদারী প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ ৪৪জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে নীলফামারী সদর থানায় মামলা দায়ের হয়েছে।
এতে আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। শুক্রবার রাতে নীলফামারীর বিশিষ্ঠ ঠিকাদার মোঃ রবিউল আলম সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং- ০৪/২৪, তারিখঃ ০৫/০৯/২০২৪ইং।
উল্লেখ যোগ্য আসামীরা হলেন, আতিয়ার রহমান, মোঃ মাহাবুল, হোসেন খান মানিক, রাসেল আমিন স্বপন, আপেল, মোঃ সানু, মোঃ মোকছেদ, শান্তনা চক্রবর্তী, জ্যোর্তিময় রায় খোকন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগষ্ট দুপুর ২টার দিকে শহরের ত্রাস সৃষ্টির জন্য আগ্নেয়ান্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ শহরের চৌরঙ্গী মোড় হতে ২০০/২৫০ জন আওয়ামী লীগের নেতাকর্মী একত্রিত হয়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয়ে ছত্র ভঙ্গ করেন। এসময় হঠাৎ শহরের পৌরমার্কেট তিতুমীর সড়কে অবস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠানে আগ্নেয়ান্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এসময় টিভি, এসি, ফ্রিজ, টেবিল, চেয়ার, আসবাবপত্র, ৩টি ল্যাপটপ, স্যানেটারী মালামালসহ প্রায় ৩২ লক্ষ টাকার মালামালে ক্ষতি সাধন হয়।
নীলফামারীর পুলিশ সুপার মোকবুল হোসেন মামলা বিষয়টি নিশ্চিত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর