শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় স্বস্তি ফিরেছে পোশাক কারখানায়। ৪৫টি কারখানা ছাড়া গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে আজ কাজে ফিরছে শ্রমিকরা। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত বাইপাইল, জামগড়া, সরকার মার্কেট, নরসিংহপুর,নিশ্চিতপুর জিরাবোসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বতঃস্ফূর্তভাবে পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।
বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা আজ খোলার কথা ছিল। প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪৫ টি কারখানায় শ্রমকিরা ও মালিক পক্ষের সাথে আলোচনা চলছে। আলোচনায় সিদ্ধান্তে পৌঁছলে সেসব কারখানাতেও উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে শিল্পপুলিশ।
আলোচনা ফলপ্রসূ হলে এ কারখানাগুলোতেও উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।
শ্রমিকরা জানায়, অনেক কারখানায় আজ উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করে দিয়েছেন। কিছু কিছু কারখানা এখনো খুলে দেওয়া হয়নি। গেটে এখনো বন্ধের নোটিশ রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিকপক্ষের সাথে আলোচনা করে কাজে ফিরবেন। তারা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। বেশিরভাগ কারখানায় শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। অনেক কারখানায় কাজ পুরোদমে চলছে।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। প্রায় ৪৫ টি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করছে। কিছু কিছু কারখানা নিরাপত্তাহীনতার কথা বলে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছেন। বাকি সব কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যে-সব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। কোন ধরনের সড়ক অবরোধ করে নি শ্রমিকরা। অতীতের চেয়ে আজ অনেকটাই শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া।
এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে কারখানা গুলোতে শ্রমিকরা প্রবেশ করেছে। প্রায় সব কারখানায় কাজ চলমান আছে। প্রায় ৪৫ টি কারখানায় দাবি দাওয়া নিয়ে অভ্যন্তরীণ কোন্দল বা কারখানা কর্তৃপক্ষের সাথে মিল না হওয়ায় এখনও তাদের কাজ শুরু করতে পারে নি। কিন্তু শ্রমিকরা অনেক কারখানায় প্রবেশ করেছে।
গতকালের চেয়ে এখন পর্যন্ত উৎপাদন ভাল অবস্থায় রয়েছে। বাইরে কোন ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ আমরা দিচ্ছি না। এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, শিল্পপুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছেন। চতুর্দিকে মোবাইল পেট্রোল টিম গুলো চলমান আছে। একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা সক্রিয় রয়েছেন, কোন ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে তার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।
শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কাজে ফেরেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর