খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিউলি নন্দি (২৫) নামের ৬ মাসের এক অন্তঃসত্তা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার পল্লি চিকিৎসক সুভাস নন্দির একমাত্র মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার শ্বশুর বাড়ি থেকে মানিকছড়ি উপজেলার নাথপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন অন্তঃসত্তা পিউলি নন্দি। মঙ্গলবার দুপুরে গোসল শেষে বাড়ির উঠোনে থাকা তারে কাপড় শুকাতে গেলে পূর্ব থেকে বিদ্যুতায়িত তারের সংস্পর্শ হলে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক বাড়িতে থাকা তার মা ও ভাবি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে তাকে স্পর্শ না করে আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিদ্যুতায়িত তারের সংযোগ বিচ্ছিন্ন করলে দ্রুত তাকে (পিউলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানায়ায়, গেল বছরের ১০ই নভেম্বর চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার বাসিন্দা অনিমেশ চৌধুরীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় পিউলি নন্দির। বিয়ের দশ মাসের মাথায় এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছাড়া আসে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। তাছাড়া পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর