
হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা হইতে মহাজনীকান্দা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ গেটের সামনে দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি পাকাকরণের দাবিতে সড়কের উপর ভুক্তভোগী এলাকাবাসী এই মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- মহাজনীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহাম্মেদ, এলাকাবাসী শামসুল হক, হোসেন আলী, ছফর উদ্দিন,কফিল উদ্দিন প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর