
নেত্রকোণা পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারের অপসারণ দাবি করে মানববন্ধন বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ফাজিলপুর বাজারে তার বিভিন্ন অনিয়ম ও বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় কয়েকশত লোকজন বিক্ষোভ করে তার পদত্যাগের দাবি করেন। অন্যথায় কঠিন আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারীরা।
এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরউদ্দিন রব্বানী,কৃষকদলের সভাপতি মোঃ আদম আলী,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হারুন-অর রশিদ হারুন, সানোয়ার হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা বাচ্চু,খলিশাউড় ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক সামছুল হক লালচাঁনসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, খলিশাউড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কমল সরকার আওয়ামী লীগের সরকারের সময় বিএনপির নেতা কর্মীদের বিভিন্নভাবে মামলা হামলা ও নির্যাতন করেছে। নেতাকর্মীদের নৌকায় ভোট প্রদানের জন্য বাধ্য করতেন। বর্তমানে তিনি বিএনপির একাংশের ছত্রছায়ায় থেকে বর্তমানে তার কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ সময় বক্তারা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। অন্যথায় কঠিন আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর