জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ ৬ মাস পর আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ৫৩তম আবর্তনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস।
কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রধান প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেন। গত ৫ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগ হওয়ার পর ক্যাম্পাসের অ্যাকাডেমিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে দীর্ঘ প্রতীক্ষার পর নবীন শিক্ষার্থীরা খুব শিগগিরই ক্লাসে ফিরতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি বলেন, আজকে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটিতে সিদ্ধান্ত হয়েছে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ৩০ সেপ্টেম্বর হতে পারে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার সংশ্লিষ্ট হল প্রভোস্টদের সাথে আলোচনার মাধ্যমে হল বণ্টন এবং কিছু আসন এখনো ফাকা রয়েছে সেগুলো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ক্লাস শুরুর বিষয়টি নিশ্চিত করবেন।
এর আগে ২১শে জুলাই থেকে ৫৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শ্রেণীর কার্যক্রম শুরু করতে পারেনি প্রশাসন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২২শে ফেব্রুয়ারী শুরু হয়ে ২৯শে ফেব্রুয়ারি শেষ হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর