
চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা রেল স্টেশনের ২ নম্বর প্লাট ফর্মে আন্তঃনগর ট্রেনের সাথে সংযুক্ত লাগেজ ভ্যান সবজি পরিবহনের কার্যকর ব্যবস্থার দাবিতে এই মানববন্ধন করা হয়।
রিশো’র কৃষি সেবাই সুশাসন ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প(চাষাবাদ) এর আওতায় মানববন্ধনটি আয়োজন করেন জেলা কৃষক জোট। মানববন্ধনে চার দফা দাবির মধ্যে ছিল- ১. অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সাথে সংযুক্ত লাগেজ ভ্যানের বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করা। ২. লাগেজ ভ্যানে কি কি মালামাল পরিবহণ করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমান নির্ধারণ করা। ৩. মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভিতরে ও বাইরে প্রদর্শন করা। ৪. কৃষকরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।
এসময় মানববন্ধনে উপস্থিত কৃষক জোটের নেতৃবৃন্দরা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিক কৃষকের সবজি ট্রেন ও পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যান গুলো কৃষকের কোনো কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টারের সাথে বারবার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। এরপর চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতৃবৃন্দ গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চীফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়। কৃষক জোট নেতৃবৃন্দের কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চীফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে। আরো কিছুর প্রয়োজন হলে স্টেশন মাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন। রাজশাহী থেকে এসে কৃষক জোট নেতৃবৃন্দ লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য আবারও চুয়াডাঙ্গা স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করতে থাকেন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো বহুবার যোগাযোগের পরেও কোন কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। একই সাথে অল্প খরচে কৃষকদের ফল, ফসল ও সবজি পরিবহনে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। কৃষকদের ফল ও ফসল সবজি পরিবহনের এই গুরত্বর্পূণ সমস্যা সমাধানের জন্য কার্যকর উদ্যোগ টেকসই কৃষি উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। আমাদের এই চার দফা দাবি না মানলে এই আন্দোলনের জন্য আরও কাজ করে যাব। এই হচ্ছে কৃষকজোটের আল্টিমেটাম।
এ সময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা কৃষকজোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, কিশোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, প্রমুখ।
মানববন্ধনের শেষে জানানো হয়, আন্তঃনগর ট্রেনের সাথে সংযুক্ত লাগেজ ভ্যান সবজি পরিবহনের কার্যকর ব্যবস্থার দাবিতে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর