পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামসু বাজার এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, এএমসি। উক্ত ক্যাম্পেইনে বিভিন্ন সম্প্রদায়ের ১৮৮ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এ সময় এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর