সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দাদার সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিনের ব্যবধানে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্বজনরা ও পুলিশ মিলে নদী থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করেন। এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাটে গোসলে নেমে শিশুরা নিখোঁজ হয়।
নিহত শিশু হযরত আলী (৭) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগির হোসেনের ছেলে এবং খাদিজা খাতুন (৬) একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
এ বিষয়ে স্থানীয় খাষ কাউলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু জানান, বুধবার দুপুরে শিশু দুইটি তাদের দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। প্রথমেই শিশুদের গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন দাদা। এরপর নিজে গোসল শেষ করে বাড়িতে যান। কিন্তু তিনি দেখতে পান শিশুরা বাড়িতে পৌঁছায়নি। আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে শিশুদের পায়ের জুতা দেখতে পান স্বজনরা। ধারণা করা হচ্ছে শিশুরা নদী থেকে বাড়ি না গিয়ে দাদার অগোচরে আবারো নদীতে গোসলে নেমেছিল। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের একটু ভাটি থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক জানান, নিখোঁজ শিশুদের মৃতদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর