ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩৯৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে ভালুকা মডেল থানায় ১৯৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০০ জনের নামে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু।
২০১৮ সালের ডিসেম্বর মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র সমাবেশে হামলা, দলীয় অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, এম এ ওয়াহেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ১০ ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯৮ জনের নাম উল্লেখসহ মোট ৩৯৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান ২০১৮ সালের ডিসেম্বর মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র সমাবেশে হামলা, দলীয় অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর