মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জাতীয় শিক্ষা পদক ২০২৪ ইং উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কাব শিক্ষক নির্বাচিত করা হয়েছে। জাতীয় শিক্ষা পদক- ২০২৪ ইং উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
জুড়ী উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরি এই তথ্য নিশ্চিত করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং এ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেনার হাফছা খানম। হাফছা খানম উপজেলার হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলী'র সহধর্মিণী। উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় হাফছা খানম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর