জাতীয় পরিচয়পত্রের(এনআইডি) সংশোধনে কিছু অসাদু অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারদের জন্য সারাদেশের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারদের জাতীয় পরিচয়পত্র(এনআইডি) সংশোধন করার এখতিয়ার তুলে দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।এক্ষেত্রে এখন থেকে ওইসব আবেদন নিষ্পত্তি করবে আঞ্চলিক কর্মকর্তা।
ইসি সচিব শফিউল স্বাক্ষরিত জারীকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির এখতিয়ার তুলে দিয়ে তা আঞ্চলিক কর্মকর্তার কাছে ন্যস্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সহকারী পরিচালক, উপ-পরিচালক ও পরিচালককেও ক, ক-১, খ, খ-১ এবং গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান,নতুন করে এনআইডি সংশোধনের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর(এসওপি) জারী করা হয়েছিল।এর ফলে এনআইডিতে নতুন করে কয়েকটি ক্যাটাগরি যুক্ত হয় এর ফলে দেশের ২০ জন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলের ক্যাটাগরি করার পাশে গ-১ ক্যাটাগরি অনুমোদন করার ক্ষমতা পয়েছিল এর ফলে কিছু অসাদু অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে গিয়ে মানছিল না কোনো আইন।
এমনকি নিজেদের ক্যাটাগরিতে পড়ে না এমন আবেদনও ক্যাটাগরি করার ক্ষমতা থাকায় নিজের ক্যাটাগরিতে নিয়ে তা অনুমোদন করে দেয়।এতে করে যেসব নাগরিক কর্মকর্তাদের সুবিধা দিতে পারে না তাদের আবেদন ঝুলে যায়।এসব কর্মকাণ্ডে তাদের মধ্যে এক প্রকার সেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে। এসব রুখতে আমরা নতুন করে আবার প্রজ্ঞাপন জারী করেছি যেখানে তাদের আবেদন অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান,অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারদের ক্যাটাগরি ও আবেদন অনুমোদন করার ক্ষমতা দেওয়ার পর থেকে তারা নিজের ইচ্ছে মতো যেকোনো আবেদন নিজেদের ক্যাটাগরিতে নিয়ে অনুমোদন দিয়ে দেয়।এমনই যে সংশোধনের আবেদন গ-ক্যাটাগরি হবে তা গ-১ ক্যাটাগরিতে নিয়ে নিজের মতো করে নিষ্পত্তি করে।এছাড়া এমন ঘটনা ঘটেছে যে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক নথিতে তদন্ত দিয়েছে সেটিও নিজের মতো করে বাতিল করে নিয়ে আবার গ-১ ক্যাটাগরিতে নিয়ে অনুমোদন করেছে।এরকম অনেক অনিয়ম এখন কমিশন তদন্ত করছে।ইতোমধ্যে কিছু কর্মকর্তাদের শাস্তিও দেওয়া হয়েছে। এসব দিক বিবেচনা করে কমিশন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করার এখতিয়ার তুলে দিয়েছে।এতে করে কিছুটা হলেও এসব অনিয়ম কমবে বলে আমি আশা করি।
এর আগের ইসির এনআইডি সংক্রান্ত এক সভার তথ্য মোতাবেক,ইসির কাছে সাড়ে পাঁচ লাখের বেশি আবেদন অনিষ্পন্ন অবস্থায় ছিল।যার মধ্যে ক ক্যাটাগরিতে ছিল এক লাখ ৩০ হাজার ৪২৬টি, খ ক্যাটাগরিতে ছিল দুই লাখ ৫১টি, গ ক্যাটাগরিতে ছিল দুই লাখ চার হাজার ২৫৫ টি ও ঘ ক্যাটাগরিতে ছিল সাত হাজার ৬৬৫টি আবেদন পড়ে আছে। সব মিলিয়ে পাঁচ লাখ ৫১ হাজার ৫১২টি আবেদন নিষ্পত্তি করার অপেক্ষায় ছিল।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এ তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। মহিলা ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১; এবং ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন।
ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর