বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মুরারবাড়ি নুরাণী হাফেজী ও কওমি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন করেন।
এ সময় মাদরাসার পরিচালক কামাল হোসেন, হাফেজ ইব্রাহিম, নুরুল ইসলাম, মবিন প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা মাদরাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলাকারী জাহিদুল ইসলাম সলেমান মোল্লা, শাহ আলম মোল্লা ও সবুজসহ আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় জাহিদুল ইসলাম ওরফে সলেমান মোল্লা, শাহ আলম ও সবুজ সহ হামলাকারীদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার বাদীরা হলেন মাদরাসার জমিদাতা ও পরিচালক কামাল হোসেন, আবুল কালাম ও মাহবুব। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সোলাইমান মোল্লা ও তার সহযোগী সবুজ গত ১ তারিখ সন্ত্রাসীদের বাহিনী দ্বারা মাদ্রাসার শিক্ষার্থীদের উপর হামলা চালায়। মূলত মাদ্রাসার ভূমি দখল নিতেই এই হামলা চালিয়েছে সোলায়মান।
শুধু শিক্ষার্থীদের মারেনি, তারা শিক্ষক ও অভিভাবকদেরও মারধর করেছে। ছোট ছোট মাসুম বাচ্চাদের উপরে হামলা ও পারে মামলা হলেও কোন সন্ত্রাসী গ্রেফতার হয়নি। আমরা সাধারণ মানুষ আতঙ্কে ঘরে থাকতে পারি না। ইসলাম ও মাদ্রাসার উপরে এই হামলা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। মাদ্রাসা শিক্ষার্থীদের হামলায় তাদের হাত ভেঙে গেছে, মাথায় কোপ দিয়েছে। আমরা সোলেমানের ফাঁসি চাই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর